Trending

রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্টতার জেরে মার্কিন নিষেধাজ্ঞায় ভারতীয় ১৯ সংস্থা

ভারত-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে শুরু হয়েছে নতুন জটিলতা। ভারতীয় ১৯ সংস্থা এবং দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করার অভিযোগে বিশ্বের প্রায় ৪০০ সংস্থা এবং ব্যক্তির পাশাপাশি তারাও মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হবে। ভারতীয় কোনো সংস্থা এবারই প্রথম মার্কিন নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে বিষয়টি এমন নয়। এ খবর দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

এতে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের সর্বশেষ পদক্ষেপটি ছিল তৃতীয়-কোনো দেশের বিরুদ্ধে সবচেয়ে সমন্বিত ধাক্কা। মার্কিন এই পদক্ষেপ এমন এক সময়ে সামনে এসেছে যখন আমেরিকার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার চক্রান্তে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র বলেছে, ব্যর্থ হওয়া কথিত চক্রান্তে ভারতের তদন্তের ফলে ‘অর্থপূর্ণ জবাবদিহিতা’ না হওয়া পর্যন্ত তারা সম্পূর্ণরূপে সন্তুষ্ট হবে না। বেশ কিছু ভারতীয় সংস্থা বাণিজ্যিক লেনদেনে নানা জিনিসপত্র পাঠিয়ে রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করেছে বলে অভিযোগ আমেরিকার। 
বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, তারা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের সঙ্গে যুক্ত বিভিন্ন দেশের প্রায় ৪০০ সংস্থাকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে। যার মধ্যে রয়েছে ভারত, চীন, হংকং, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, সুইজারল্যান্ডের মতো দেশের সংস্থা। ১২০ ব্যক্তি এবং সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। ২৭০ এর বেশি ব্যক্তি এবং সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ট্রেজারি বিভাগ। আর ৪০ সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়।

নিষিদ্ধ হওয়া ভারতীয় সংস্থাগুলোর মধ্যে রয়েছে- অ্যাসেন্ট অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, টিএসএমডি গ্লোবাল প্রাইভেট লিমিটেড, মাস্ক ট্রান্স এবং ফুট্রেভোর নাম। 

আমেরিকা জানিয়েছে, ২০২৩ সালের মার্চ মাস থেকে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত বিভিন্ন রুশ সংস্থাকে জাহাজে করে ৭০০-র বেশিবার জিনিসপত্র পাঠিয়েছে অ্যাসেন্ট অ্যাভিয়েশন, যার মধ্যে রয়েছে যুদ্ধবিমানের যন্ত্রাংশও। মাস্ক ট্রান্স নামের আরও একটি ভারতীয় সংস্থার নাম রয়েছে তালিকায়। প্রযুক্তিগতভাবে রাশিয়াকে সাহায্যের অভিযোগ উঠেছে টিএসএমডি গ্লোবাল প্রাইভেট লিমিটেডের উপর। তারা রাশিয়াকে বৈদ্যুতিক সরঞ্জাম পাঠিয়েছে বলে অভিযোগ আমেরিকার। অন্যদিকে, ফুট্রেভো নামের সংস্থাটি বৈদ্যুতিক সরঞ্জাম রাশিয়াকে সরবরাহ করেছে আমেরিকার দাবি। যে বা যারা এই কাজে তাদের সাহায্য করবে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বদ্ধপরিকর ওয়াশিংটন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button