টেসলার শেয়ারমূল্য বৃদ্ধিতে এক দিনে মাস্কের সম্পদ বেড়েছে ২৬.৫ বিলিয়ন ডলার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর এক দিনের ব্যবধানে ইলন মাস্কের সম্পদ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। টেসলা, স্পেসএক্স ও নিউরালিংকের মালিকানা থাকা ইলন মাস্কের সম্পদ এক দিনে ২৬ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার বেড়ে গেছে। এ অর্থের পরিমাণ বাংলাদেশের মোট বৈদেশিক রিজার্ভের চেয়েও বেশি।
গত মঙ্গলবার ট্রাম্পের নির্বাচনী জয়লাভের পরপরই মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলার শেয়ারের মূল্য ১৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। এর ফলে এক দিনে তার মোট সম্পদমূল্যে এই বিশাল অংকের উল্লম্ফন ঘটে। ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্সের তথ্য অনুযায়ী, বর্তমানে মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৯০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ইলন মাস্কের সম্পদ বৃদ্ধির এই ঘটনাটি কেবল আর্থিক দিকেই সীমাবদ্ধ নয়; এটি রাজনীতিতেও বেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। নির্বাচনী প্রচারে ট্রাম্পের সরাসরি সমর্থক হিসেবে কাজ করেছেন মাস্ক। রিপাবলিকান প্রার্থীর পক্ষে প্রচারাভিযানের জন্য তিনি ১৩ কোটি মার্কিন ডলার অনুদান দিয়েছেন। এছাড়া নিজ মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এর মাধ্যমে ব্যাপক প্রচারণাও চালিয়েছেন মাস্ক।
ইলন মাস্কের সম্পদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় তার সম্পৃক্ততার দিকটি মার্কিন রাজনীতিতে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।