Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bangladesh

নির্বাচনী ট্রেনে বিএনপি

অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা জানালেও এত দিন নির্বাচন নিয়ে নানা ধোঁয়াশার কথা শোনা গেছে। কিন্তু গত সোমবার সন্ধ্যায় বিএনপি ২৩৭ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পরই পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। এর পরই দেশজুড়ে বইতে শুরু করে নির্বাচনী হাওয়া। সবার মধ্যে একই প্রশ্ন, তাঁর এলাকায় বিএনপির প্রার্থী কে? আর বিএনপির সম্ভাব্য প্রার্থীরাও ঘোষণা পেয়ে ছুটে গেছেন নিজ নিজ এলাকায়।

শুরু করেছেন গণসংযোগ। ছুটছেন ভোটারদের সমর্থনের জন্য হাটে, মাঠে, ঘাটে।

দেশের বৃহত্তম ও জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার মাধ্যমে দেশকে নির্বাচনমুখী করে তুলেছে বিএনপি। দেশজুড়ে এখন নির্বাচনী আমেজ। দীর্ঘদিন ধরে ভোটাধিকারবঞ্চিত সাধারণ মানুষের আলোচনার বিষয়ও এখন নির্বাচন ও ভোট। এ ছাড়া বিএনপি ও জামায়াতের প্রার্থীদের নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে চলছে নানা বিশ্লেষণ।

দলীয় মনোনয়ন পেয়ে বিএনপির অনেক সম্ভাব্য প্রার্থী প্রথমে ছুটে গেছেন মনোনয়নবঞ্চিত প্রার্থীদের বাড়ি। অনেকের মন খারাপ থাকলেও দলীয় প্রার্থীর পক্ষে বেশির ভাগ ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন। সম্ভাব্য প্রার্থিতা ঘোষণার পর সোমবার রাতে হাতে গোনা কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, মাদারীপুরের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে মনোনয়নবঞ্চিতদের কর্মী-সমর্থকরা। এ ছাড়া শরীয়তপুর, মেহেরপুর ও কুষ্টিয়ায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনে মনোনয়ন পাওয়া কামাল জামান মোল্লার মনোনয়ন গতকাল স্থগিত করেছে বিএনপি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যাঁরা মনোনয়ন পাননি, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে।

আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করব ইনশাআল্লাহ। বিএনপির যোগ্যতা আছে দেশকে মর্যাদার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার।’

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য কালের কণ্ঠকে বলেন, ‘প্রতিটি আসনেই বিএনপির পাঁচ-সাতজন যোগ্য প্রার্থী রয়েছেন। মনোনয়নপ্রত্যাশী দেড় হাজারের বেশি প্রার্থীর সঙ্গে তারেক রহমান বৈঠক করেছেন। কিন্তু আমাদের নির্বাচনী আসন ৩০০। সেখান থেকে শরিক দলগুলোকে কিছু আসন ছাড়তে হবে। ফলে ইচ্ছা থাকলেও সবাইকে খুশি করা সম্ভব নয়। ২৩৭ জনের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে মাত্র চার-পাঁচটি আসনে বিক্ষোভ হয়েছে। আর এটা একেবারেই বিচ্ছিন্ন ঘটনা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ত্যাগ স্বীকার করতে বলেছেন। ফলে কাউকে না কাউকে তো ত্যাগ স্বীকার করতেই হবে।’

ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে ভোটে লড়বেন, আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে প্রার্থী হয়েছেন। এ ছাড়া দলের স্থায়ী কমিটির দুজন সদস্য ছাড়া বাকি সবাই এবং পরিচিত প্রায় সব কেন্দ্রীয় নেতাকেই মনোনয়ন দেওয়া হয়েছে। ২৩৭ আসনের মধ্যে এবার শতাধিক নতুন মুখকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

মনোনয়ন ঘোষণার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে দিয়ে সব আসনের মনোনয়নপ্রত্যাশীদের তথ্য সংগ্রহ করেছেন। সংগৃহীত তথ্য যাচাই-বাছাই শেষে ত্যাগী ও জনপ্রিয় প্রার্থীদেরই বেছে নিয়েছেন বিএনপির নীতিনির্ধারকরা। তবে একাধিক যোগ্য প্রার্থী থাকলেও একক প্রার্থী ঘোষণার বাধ্যবাধকতা থাকায় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে দফায় দফায় মতবিনিময় করেন তারেক রহমান। দল যাঁকে মনোনয়ন দেবে, তাঁর সঙ্গে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গত সোমবার সম্ভাব্য প্রার্থী ঘোষণার পরপরই মনোনয়ন পাওয়া প্রার্থীদের অনেকে ছুটে যান অন্য মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের কাছে। তাঁদের সঙ্গে দেখা করে, দোয়া নিয়ে শুরু করেছেন প্রচার-প্রচারণা।

এত দিন নির্বাচন নিয়ে যে সন্দেহ-সংশয় তৈরি হয়েছিল সাধারণ মানুষের মধ্যে, বিএনপির প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গে সেই সন্দেহ-সংশয় কেটে গেছে বলে মনে করছেন মনোনয়নপ্রাপ্ত ব্যক্তিরা। তাঁরা বলছেন, সোমবার সন্ধ্যা থেকে সারা দেশে সৃষ্টি হয়েছে নির্বাচনী আমেজ। সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক নির্বাচনে তাদের বহুল প্রতীক্ষিত ভোটাধিকার প্রয়োগের জন্য।

পঞ্চগড়-২ আসনে বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন আজাদ জানান, তাঁর আসনে দলের অন্য কোনো প্রার্থী না থাকায় শুরু থেকেই সবাই ঐক্যবদ্ধ আছেন। আর প্রার্থী ঘোষণার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সবাই একসঙ্গে ধানের শীষের প্রচার-প্রচারণা শুরু করেছেন। স্থানীয় নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত, আনন্দিত।

নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘বিগত তিনটি নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেনি। কখনো বিনা ভোটে সরকার, কখনো রাতের ভোট আর কখনো আমি-ডামির ভোট হয়েছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর এবার সাধারণ মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার সুযোগ হয়েছে। তাই তারা সবাই ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আর বিএনপির প্রার্থী ঘোষণার পর প্রকৃতপক্ষে নির্বাচনী আমেজ শুরু হয়েছে সাধারণ ভোটারদের মধ্যে।’

নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল মিনি স্টেডিয়াম মাঠে দুই রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ, জাতি, দলের অগ্রগতি ও সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য এবং হাজারো সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন। মনোনয়ন পাওয়ার পর থেকে এলাকাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

নওগাঁ-৬ আসনে বিএনপির মনোনয়ন পান আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু। তিনি বলেন, ‘আত্রাই-রানীনগর এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। মাঠ পর্যায়ে নেতাকর্মীরা এখন উৎসবমুখর পরিবেশে ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করেছেন। আনন্দঘন পরিবেশে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা ধানের শীষের জোয়ারের পক্ষে একাট্টা হয়ে কাজ করছেন।’

তবে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণার আগেই আরো কিছু দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। বেশ কয়েক মাস আগেই সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, এলডিপিসহ বেশ কিছু দল প্রার্থিতা ঘোষণা করেছে। আজ বুধবার সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করবে গণসংহতি আন্দোলন।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বিদেশ থেকে ফিরে গতকাল সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রায় এক বছর আগেই এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময়মতো ইনশাআল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। যেহেতু আমরা একা নির্বাচন করব না, আরো অনেককে ধারণ করব, দেশ ও জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময়ে আমরা চূড়ান্ত তালিকা ঘোষণা করব।’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগে থেকেই নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন নিয়ে বক্তৃতার মঞ্চে তাদের অনেক নেতা বিভিন্ন বক্তব্য দিলেও তাদের প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন। তবে খালেদা জিয়ার আসনে কোনো প্রার্থী দেবে না বলে জানিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গতকাল মঙ্গলবার ১২ সদস্যের ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’র সদস্যদের তালিকা প্রকাশ করেছে এনসিপি। কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী ও সম্পাদক ডা. তাসনিম জারা। এই কমিটি নির্বাচনে দলের সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা এবং প্রশিক্ষণ ও মনিটরিংয়ের দায়িত্ব পালন করবে।

বিএনপির একজনের মনোনয়ন স্থগিত, চার নেতা বহিষ্কার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে বিএনপি সম্ভাব্য প্রার্থী ঘোষণা করলেও গতকাল দলটির এক বিজ্ঞপ্তিতে মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনে মনোনয়ন পাওয়া কামাল জামান মোল্লার নাম স্থগিত করা হয়েছে।

এ ছাড়া দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, হানাহানি, সড়ক অবরোধসহ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড করায় বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যার পর দলীয় মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার, জলিল গেট এলাকায় সহিংসতা, হানাহানি, সড়ক অবরোধসহ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় (আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত) সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন, যুবদলের সোনাইছড়ির সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টুকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button