Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
International

যুদ্ধের মধ্যে হামাসের নতুন ১৫ হাজার যোদ্ধা নিয়োগ: মার্কিন গোয়েন্দা তথ্য

গত বছরের ৭ অক্টোবর হামাস-ইসরায়েল লড়াই শুরুর পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি অন্তত ১৫ হাজার নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে। মার্কিন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবহিত কংগ্রেসের দু’জন সদস্য এমন দাবি করে বলছেন, ‘ইসরায়েলের জন্য হামাস এখনো হুমকি’।

টাইমস অফ ইসরায়েল সূত্রের বরাতে বলছে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় হামাসের ১৫ হাজারের মতো যোদ্ধা নিহত হয়েছে।

এদিকে ১৫ মাসের লড়াইয়ের পর গত ১৯ জানুয়ারি গাজায় তিন ধাপের যুদ্ধবিরতি কার্যকর হয়। দীর্ঘ এ লড়াইয়ে গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিহত হয়েছে ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি।

২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে জো বাইডেনের প্রশাসনের গোয়েন্দা তথ্যে বিষয়ে অবগত সূত্রগুলো বলেছে, হামাস নতুন সদস্য নিয়োগ দিতে সক্ষম হলেও এসব সদস্যের অধিকাংশই তরুণ ও প্রশিক্ষণবিহীন। তাদের শুধু নিরাপত্তার জন্য ব্যবহার করছে হামাস।

এর আগে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন, হামাস যত যোদ্ধা হারিয়েছে, তত সংখ্যক যোদ্ধা আবার নিয়োগ দিয়েছে। এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু না বললেও একে ‘চিরস্থায়ী যুদ্ধের রেসিপি’ বলে উল্লেখ করেন।

হামাসের কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা গত জুলাইয়ে বলেন, হামাস নতুন করে হাজার হাজার নতুন যোদ্ধা নিয়োগ দিতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, যুদ্ধবিরতি কার্যকরের পর গাজায় আবার হামাসের যোদ্ধাদের টহল দিতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, গাজায় আবার তারা সুসংগঠিত হচ্ছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button