International
সব পণবন্দী ইসরাইলে পৌঁছালে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি

পূর্ববর্তী যুদ্ধবিরতির সময় কিছু পণবন্দীর লাশ ফেরত পাওয়ার পর তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
গাজায় আটক সকল পণবন্দী ইসরাইলে পৌঁছানোর নিশ্চয়তা পাওয়ার পরই ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রীর দফতর।
জেরুসালেম থেকে এএফপি জানায়, রোববার ইসরাইলি প্রধানমন্ত্রীর দফতরের মুখপাত্র শোশ বেদরোসিয়ান সাংবাদিকদের বলেন, ‘আগামীকাল মুক্তি পাওয়ার পর সব পণবন্দী সীমান্ত পেরিয়ে ইসরাইলে প্রবেশ করলে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির প্রক্রিয়া শুরু হবে।’
পূর্ববর্তী যুদ্ধবিরতির সময় কিছু পণবন্দীর লাশ ফেরত পাওয়ার পর তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।






