Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Trending

তিন কোটি ৪৩ লাখ মানুষ চোখের সমস্যায় ভুগছে

বাংলাদেশে অন্ধত্বের অন্যতম কারণ হচ্ছে, সঠিক সময়ে চোখের ছানি অপারেশন না করানো। ৭১ শতাংশ অন্ধ হয়ে থাকে ছানি অপারেশন না করানোর কারণে।

বাংলাদেশে প্রায় তিন কোটি ৪৩ লাখ মানুষ চোখের কোনো না কোনো সমস্যায় ভুগছেন। এদের মধ্যে ০.৬৯ শতাংশ মানুষ অন্ধত্বে ভুগছেন। অপর দিকে চোখের সমস্যায় ভুগছেন এমন ১৩ শতাংশ মানুষের গ্লুকোমা রয়েছে। বাংলাদেশের মানুষের চোখের এই পরিস্থিতিতে পালিত হচ্ছে বিশ্ব দৃষ্টিশক্তি দিবস। চক্ষু চিকিৎসকদের সংগঠন দিবসটি পালন করবেন নানা অনুষ্ঠানের মাধ্যমে।

চিকিৎসকরা বলছেন, বাংলাদেশের দৃষ্টিশক্তির ত্রুটি রয়েছে এমন রোগীদের অন্যতম প্রধান সমস্যা হলো ছানি ও রেটিনোপ্যাথি। চক্ষু চিকিৎসকরা বলছেন, মানুষের চোখের সমস্যার জন্য সবচেয়ে বেশি দায়ী ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ। বাংলাদেশের মানুষের অনেকেই তীব্র ডায়াবেটিসে ভুগলেও তারা ডায়াবেটিস পরীক্ষা না করায় বলতেই পারেন না যে ডায়াবেটিসে ভুগছে। ফলে নিজের অজান্তেই নানা ধরনের রোগে ভুগে থাকেন এবং শেষ মুহূর্তে মুমূর্ষু হয়ে গেলেই তখন বুঝতে পারেন তার রক্তে উচ্চ মাত্রার গ্লুকোজ রয়েছে। এভাবে অনেক মানুষ দৃষ্টিশক্তি চিরতরে হারিয়ে ফেলেন শরীরে ডায়াবেটিস থাকায়। ডায়াবেটিস ছাড়া বাংলাদেশের অনেকে উচ্চ রক্তচাপে ভোগার কারণে চোখের নানা সমস্যায় ভুগছেন। তাছাড়া বার্ধ্যক্যজনিত কারণে চোখের নানা সমস্যা হচ্ছে। অল্প বয়সে চোখের অন্ধত্ব হোক বা ছানির সমস্যা হোক, সময় মতো চিকিৎসা না করাতে পারলে পরিবারে অথবা সমাজে বোঝা হয়ে দাঁড়ায়। শক্ত সামর্থ্য হওয়া সত্ত্বেও ভিক্ষাবৃত্তিতে লেগে যেতে বাধ্য হয় অনেকে।

সেন্টার ফর ইনজুরি প্রিভেনশান অ্যান্ড রিসার্চ পরিচালিত জাতীয় ‘অন্ধত্ব জরিপ ২০২০’ অনুসারে, দেশে ১০০ জনের মধ্যে ০.৬৯ জন অন্ধত্বের শিকার। এ ছাড়া ১০০ জনের মধ্যে ১৯ জন কোনো না কোনো দৃষ্টিজনিত ত্রুটির শিকার। দেশের ৬৪ জেলার গ্রাম ও শহরে ১৮ হাজার ৮১০ মানুষের মধ্যে এই জরিপ পরিচালনা করা হয়। ওই সংগঠনটির জরিপে ওঠে এসেছে সার্বিকভাবে গত ২০ বছরে ৩৫ শতাংশ অন্ধত্ব কমেছে।

চক্ষু বিশেষজ্ঞ ডা: গোলাম আহমেদ বলেন, বাংলাদেশে অন্ধত্বের অন্যতম কারণ হচ্ছে, সঠিক সময়ে চোখের ছানি অপারেশন না করানো। ৭১ শতাংশ অন্ধ হয়ে থাকে ছানি অপারেশন না করানোর কারণে।

বর্তমানে দৃষ্টিজনিত মূল সমস্যা ছানি, গ্লুকোমা ও রেটিনার সমস্যা। চশমাজনিত দৃষ্টির সমস্যা এখন প্রায় ১০ শতাংশ বা ১ কোটি ৭০ লাখ মানুষের। চোখের ছানি সমস্যায় ভুগছেন ৪ থেকে ৫ শতাংশ বা ৮৫ লাখ মানুষ ও চোখের গ্লুকোমাজনিত সমস্যার শিকার ১ থেকে ২ শতাংশ বা ৩৪ লাখ মানুষ।

ডায়াবেটিসের কারণে চোখের সমস্যায় ভুগছেন অনেক মানুষ। প্রতি ১০০ জনে ২০ জনই ডায়াবেটিস জনিত নানা সমস্যা আক্রান্ত চোখ রয়েছে। ডা: গোলাম আহমেদ বলেন, এক নাগাড়ে ২০ বছরের বেশি সময় যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ৬০ থেকে ৬৫ শতাংশই রেটিনোপ্যাথিতে ভুগছে। এই ২০ বছরের ডায়াবেটিস জীবনে যারা ইনসুলিন নিয়ে থাকেন তাদের শতভাগই কোনো না কোনো চক্ষু সমস্যায় ভুগে থাকেন।

ছানির পাশাপাশি ‘প্রেসবায়োপিয়া’ বা নিকট দৃষ্টির ত্রুটি বাংলাদেশে জনস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা। গবেষণায় দেখা গেছে, দেশের প্রতি পাঁচজনের মধ্যে একজন এই সমস্যায় ভুগছেন, যার মধ্যে বেশির ভাগেরই বয়স ৩৫ বছরের বেশি।

নিয়মিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষা করিয়ে চোখের চিকিৎসা করানোর জন্য ডা: গোলাম আহমেদ পরামর্শ দিয়েছেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button